Wellcome to National Portal
Main Comtent Skiped

সেবা সমূহ

ল্লী সমাজসেবা কার্যক্রম (আর.এস.এস.)

 

*              বাকেরগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দাসহ নির্বাচিত গ্রামের সদস্য হয়ে একটি দলের অন্তর্ভূক্ত হতে হবে।

*               গ্রাম কমিটির সভায় নিয়মিত উপস্থিত হয়ে মাসিক সঞ্চয় দিতে হবে।

*              ১৪ টি সামাজিক কার্যক্রমের বিষয়ে সম্যক অবগত হয়ে তা যথাযথ পালন করতে হবে।

*               গ্রাম কমিটির সুপারিশ মোতাবেক নির্দিষ্ট স্কীমের বিপরীতে ঋণের সুপারিশ থাকতে হবে।

                (নির্ধারিত ফরমে আবেদনপত্র ও চুক্তিপত্র সম্পাদিত হবে। এগুলো বিনামূল্যে উপজেলা সমাজসেবা কার্যালয়ে পাওয়া যাবে।)

*               উপজেলা পি.আই.সি’র সভায় অনুমোদন হতে হবে।

*               পি.আই.সি’র সভায় অনুমোদনের পর ঋণ পাওয়া যাবে।

                বিশেষ দ্রষ্টব্য:    ঋণ গ্রহণের তারিখ ২মাস ঋণের কোন কিস্তি দিতে হবে না। ২মাস পর হতে মোট গৃহীত ঋণের ১০% সার্ভিস

                চার্জসহ সমান ১০ কিস্তিতে সমুদয় ঋণের টাকা পরিশোধ করতে হবে।

 

এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম

 

*              এসিডদগ্ধ কিংবা প্রতিবন্ধী ব্যক্তি অত্র বাকেরগঞ্জউপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

*              নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তি কোন কাজ কর্মে একেবারেই অক্ষম হলে উক্ত প্রতিবন্ধী ব্যক্তির বৈধ

               অভিভাবক আবেদন করতে পারবেন। (আবেদনসমূহ উপজেলা সমাজসেবা কার্যালয় হতে বিনামূল্যে পাওয়া যাবে)

*              সুনির্দিষ্ট স্কীমের বিপরীতে আবেদন করতে হবে।

*              উপজেলা বাস্তবায়ন কমিটির সভায় অনুমোদনের পর ঋণ পাওয়া যাবে।

               বিশেষ দ্রষ্টব্য: ঋণ গ্রহণের তারিখ ৬মাস ঋণের কোন কিস্তি দিতে হবে না। ৬মাস পর হতে মোট গৃহীত ঋণের ৫% সার্ভিস

               চার্জসহ সমান ১০ কিস্তিতে সমুদয় ঋণের টাকা পরিশোধ করতে হবে।

 

 

পল্লী মাতৃকেন্দ্রের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম

 

*               বাকেরগঞ্জ উপজেলার নির্দিষ্ট মাতৃকেন্দ্র এলাকার স্থায়ী মহিলা বাসিন্দা হতে হবে।

*               মাতৃকেন্দ্রকমিটির সভায় নিয়মিত উপস্থিত হয়ে মাসিক সঞ্চয় দিতে হবে।

*              ১৪ টি সামাজিক কার্যক্রমের বিষয়ে সম্যক অবগত হয়ে তা যথাযথ পালন করতে হবে।

*               গ্রাম কমিটির সুপারিশ মোতাবেক নির্দিষ্ট স্কীমের বিপরীতে ঋণের সুপারিশ থাকতে হবে।

                                   (আবেদনপত্র ও চুক্তিপত্র সম্পাদিত হবে)

*               উপজেলা পি.আই.সি’র সভায় অনুমোদন হতে হবে।

*               পি.আই.সি’র সভায় অনুমোদনের পর ৩,০০০/- - ৫,০০০/- পর্যন্ত ঋণ পাওয়া যাবে।

                 বিশেষ দ্রষ্টব্য: ঋণ গ্রহণের তারিখ ২মাস ঋণের কোন কিস্তি দিতে হবে না। ২মাস পর হতে মোট গৃহীত ঋণের ১০% সার্ভিস

                 চার্জসহ সমান ১০ কিস্তিতে সমুদয় ঋণের টাকা পরিশোধ করতে হবে।